লিভারের সমস্যায় প্রাণ হারালেন হলদিরাম মালিক, শেষকৃত্য সিঙ্গাপুরে

0
2

লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত তিন মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা চলছিল হলদিরাম ভুজিওয়ালার মালিক মহেশ আগরওয়ালের। শুক্রবার মধ্যরাতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৭ বছর।

করোনা সতর্কতার দরুন গোটা বিশ্বজুড়ে কার্যত স্তব্দ বিমান পরিষেবা। ফলে তাঁর দেহ নিয়ে দেশে ফিরতে পারেন আগারওয়াল পরিবার। সিঙ্গাপুরে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। এই পরিস্থিতিতে দেশে ফিরতে মরিয়া মহেশ আগরওয়ালের মীনা এবং কন্যা অবনী। মঙ্গলবার থেকে লকডাউন শুরু হবে সিঙ্গাপুরে। অনলাইনে ফর্ম পূরণ করে দূতাবাসে পৌঁছানোর যথাসাধ্য চেষ্টা করছেন তাঁরা।