সকাল-বিকাল ফোন, ‘মদ চাই’! বন্ধ জরুরি পরিষেবা

0
1

করোনা সংক্রমণ রুখতে রাজ্যসহ গোটা দেশে চলছে লকডাউন। এমনি অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গত ২৩ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ও যোগাযোগের নম্বর দিয়ে কলকাতা হাওড়ার বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাশ্রমে নেমেছিল কিছু ছেলে মেয়ে। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন মার্কেটিং, আইটিতে। কারও স্টার্টআপ কেউ বা আবার পড়ুয়া। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করেছেন। এইডস আক্রান্ত শিশুদের জন্য দুধ, থ্যালাসেমিয়া আক্রান্তের জন্য দিয়েছেন রক্ত। বাজার করে সাহায্য করেছেন বয়স্কদের।

কিন্তু এমন উত্তম উদ্যোগও বন্ধ করতে বাধ্য হলেন তাঁরা। কারণ, সকাল-বিকেল তাঁদের ফোনে আসছে, মদের অর্ডার। সোমবার থেকে ওই নম্বর গুলিতে মদের হোম ডেলিভারি চেয়ে শুরু হয়েছে ফোন আসা।

পুরো ঘটনার কথা জানিয়ে শনিবার সল্টলেক সাইবারক্রাইম থানায় এর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে।