বাড়িতে আর সম্ভব নয়, হাসপাতালেই নিয়ে যেতে হলো করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

0
1

তাঁর শরীতে কোভিড-১৯ পজিটিভ ধরা পরার পর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বাড়িতেই চলছিল চিকিৎসা। কিন্তু সংক্রমণ তাঁকে ছাড়েনি। তাই বাধ্য হয়েই এবার হাসপাতালে ভর্তি করতে হল করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। এতদিন নিজের বাড়িতেই আইসোলেশনের ছিলেন। প্রধানমন্ত্রীর দফয়র সূত্রে জানানো হয়েছে, রবিবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।