শূন্যে গুলি ছুঁড়ে বিতর্কে বিজেপি নেত্রী

0
1

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাতে প্রদীপ, মোমবাতি জ্বালিয়েছে দেশবাসী। ঠিক সেই সময়েই শূন্যে গুলি ছুড়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বলরামপুরের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি।

রবিবার রাত ৯টা নাগাদ প্রদীপ, মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় স্বামীর লাইসেন্সড রিভলভার থেকে শূন্যে গুলি ছোড়েন মঞ্জু তিওয়ারি। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেন তিনি। ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। চাপে পড়ে শেষমেশ ক্ষমা চান বিজেপি নেত্রী।