দেশমহানগর মমতার প্রস্তাবে নোবেলজয়ীর হ্যাঁ By EBBS Desk - April 6, 2020 0 6 FacebookTwitterPinterestWhatsApp করোনাযুদ্ধের চালচিত্রে অর্থনীতি চাঙ্গা করতে বাংলার জন্য যে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী, তার নেতৃত্ব দিতে রাজি হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে। মমতা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।