করোনা থেকে বাঁচতে এ কী করলেন ব্যাঙ্ককর্মী!

0
1

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এর পাশাপাশি নেওয়া হচ্ছে নানা ধরণের সতর্কতাও। বারবার হাত ধুয়ে, মাস্ক পরে মানুষ নিজেকে সুরক্ষিত রাখছে। তবে এই সময় কিছু মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য কাজে যেতেই হচ্ছে। যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাঙ্ককর্মী। মানুষের প্রয়োজনেই তাঁদের কাজে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।

কিন্তু তার মধ্যেও তাঁরা নিজেদের সুরক্ষার ব্যবস্থা করছেন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাঙ্কে কাজ করছেন কর্মীরা। কিন্তু মেইন গেট বন্ধ রাখা হয়েছে। জানালা খুলে নেওয়া হচ্ছে চেক, দেওয়া হচ্ছে টাকা। একজন ব্যাঙ্ককর্মী মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে চেক নিয়ে পৌঁছে দিচ্ছেন ক্যাশিয়ারের কাছে। এবার ক্যাশিয়ার চেকে হাত দিচ্ছেন না। চিমটে দিয়ে চেক ধরে। তার উপর ভাল করে জামা কাপড় ইস্ত্রি করার ইস্ত্রি দিয়ে ভাল করে সেঁকে নিচ্ছেন চেক। তারপর হাত দিচ্ছেন। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। বলেছেন, এনার বুদ্ধির তারিফ করতে হয়।