সেলিব্রিটি শাশুড়ি-বৌমা র খেলা ভাইরাল নেট দুনিয়ায়

0
1

একজনের বয়স ৮১ বছর। অন্যজনের ২৮ বছর। সম্পর্কে তাঁরা শাশুড়ি-বৌমা। লকডাউনের জেরে ঘরবন্দি। তাই খেলায় মাতলেন দুজনে। শুরু করলেন  ছোটবেলার এক্কা-দোক্কা খেলা। শাশুড়ির সঙ্গে বৌমার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

৮১ বছরের বৃদ্ধা হলেন বিখ্যাত মডেল মিলিন্দ সোমানের মা উষা সোমান, অন্য জন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেছেন বৌমা। সেই পোস্টে শাশুড়ি মা-কে নিয়ে বৌমা লিখেছেন, ‘‘ যদি ৮০ বছর বয়স পর্যন্ত বাঁচি, তাহলে  আমার একমাত্র ইচ্ছা তোমার মতো যেনো ফিট থাকতে পারি। “