করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে লকডাউন পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে। বাড়বে অনাহারে মৃত্যু। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতের মতো দেশে এই পথে যে সুরাহা হবে না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন। তিনি বলেন, ” ভারতে সংবেদনশীলতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নাহলে অনাহারে মৃত্যু বাড়বে। ইতিমধ্যেই কাজ হারাতে শুরু করেছেন একাংশের মানুষ। এরপর চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হবে। লকডাউনে তৈরি হবে খাদ্য সংকট। ” অর্থনীতিবিদের দাবি, সেই পরিস্থিতি অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ হবে।































































































































