করোনা রুখতে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে মোদিকে ফোন ট্রাম্পের

0
2

করোনা বিশ্ব মহামারীর আক্রমণে কমবেশি বিধ্বস্ত দুনিয়ার অধিকাংশ দেশ। ভারতেও রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। যদিও বিশ্বের বহু দেশের চেয়ে ভারতের অবস্থা এখনও কিছুটা ভাল। অন্যদিকে সবচেয়ে কঠিন পরিস্থিতি চলছে আমেরিকায়। এখানে করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক, একইসঙ্গে শুরু হয়েছে মৃত্যুমিছিল। এই পরিস্থিতিতে ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন চাইল আমেরিকা। শনিবার এই আর্জি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, কোভিড-১৯ এর চিকিৎসায় নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না হলেও বিশ্বজুড়েই চিকিৎসকরা বলছেন, ম্যালেরিয়ার ওষুধ এই অসুখে অনেকাংশে কার্যকরী। তাই করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারও করা হচ্ছে। এই ওষুধটি আমেরিকায় রফতানি হয় ভারত থেকে। কিন্তু ভারতেও এখন হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়তে থাকায় তা রফতানি বন্ধ রেখেছে মোদি সরকার। ট্রাম্পের আর্জি, করোনা মোকাবিলার স্বার্থে তাঁর দেশকে ম্যালেরিয়ার ওষুধ পাঠাক ভারত।