করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফে একাধিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ বহনকারী ওই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই অনেক পথ অবলম্বন করছেন৷ এমনই এক বিরল ঘটনা দেখা গেলো কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে৷ ভিন রাজ্য থেকে কোনও শ্রমিক গ্রামে ফিরলে ১৪ দিন তাদের জনবসতি থেকে দূরে গাছের উপর তৈরি করা অস্থায়ী ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী ঘরে মশারি ,আলোর ব্যবস্থাও করা হয়েছে।
অস্থায়ী ঘর বানাতে বেছে নেওয়া হয়েছে অর্জুন গাছ।
করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন ৷ করছেন সমালোচনাও ৷ জনবসতি থেকে দূরে গাছের উপর কোয়ারেন্টাইন কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷
গ্রামবাসী সুবল অধিকারী, তাপস রায় রা জানান ” ভিন রাজ্য থেকে কেউ গ্রামে এলেই, তাঁকে কোয়ারেন্টাইন করা হচ্ছে ওই গাছে। ১৪ দিন গাছে কোয়ারেন্টাইন থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। “