নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে অকাল দেখা দিয়েছে অনেক দেশেই। এবার দেশীয় প্রযুক্তিতে বানালেন দুই বাঙালি বিজ্ঞানী। যার নাম FnCas9 Editor Linked Uniform Detectio• Assay তথা ‘ ফেলুদা ‘ ।
বিদেশের উপরে নির্ভরতা কমাতে এই দেশীয় কিট বানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইনস্টিটিউট অব জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে সময় এবং টাকা দুই-ই বাঁচবে। বিদেশি কিটের মাধ্যমে পরীক্ষায় যেখানে প্রায় ৪৫০০ টাকা ও এক দিন সময় লেগে যায়, সেখানে দেশীয় প্রযুক্তির এই কিটে এক ঘণ্টায় ফল পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই কিটে পরীক্ষার খরচ ৫০০ টাকা।
দেবজ্যোতি ও সৌভিক জানান, পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি করোনা সংক্রমিত রোগীর উপরে ব্যবহার করা হয়েছে। যার প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক। বাণিজ্যিক ভাবে এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ওই পদ্ধতি বাজারে চলে আসবে বলে আশা করছে সিএসআইআর। যার ফলে পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে আশাবাদী তাঁরা।