মারণ ভাইরাস করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ, রবিবার রাত ৯ টার সময় ৯ মিনিট ঘরের সমস্ত আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, মোবাইলের টর্চ জ্বেলে ঐক্যবদ্ধ হওয়ার লড়াইয়ে সামিল হলো দেশবাসী।
আর তার কিছুক্ষণের মধ্যে ট্যুইটারে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে মেয়র ফিরহাদ হাকিম তাঁকে রোম সম্রাট নিরোর সঙ্গে তুলনা করলেন। মেয়র বলেছেন, “রোম যখন জ্বলছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন বলে শুনেছিলাম। আজ সেই ঘটনাই পুনরাবৃত্তি করলেন প্রধানমন্ত্রী। লকডাউন অমান্য করে কিছু মানুষ আজ বাজি পুড়িয়ে দীপাবলি পালন করলেন। ভারত-সহ গোটা বিশ্ব করোনা ভাইরাসের আক্রমণে ভীত এবং প্রতিনিয়ত আমরা মৃত্যুর সংখ্যা বাড়তে দেখছি।”
এরপর প্রধানমন্ত্রীকে কটাক্ষের সুরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মেয়র। তিনি লিখেছেন, “সোশ্যাল ডিস্টেন্সিং বিধি ভঙ্গ এবং পরিবেশ দূষণ করে অকাল দীপাবলি উদযাপন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”






























































































































