“সরকারি বা বেসরকারি
হাসপাতালের আইসোলেশনে থাকা কোনও রোগীর মৃত্যু হলেই
সেই মৃত্যু করোনাভাইরাস সংক্রমণে হয়েছে, এমন বলা যাবে না৷ সব মৃত্যুকেই করোনা-আক্রান্ত মৃত্যুর তালিকায় তোলাও হবে না”। মুখ্যসচিব রাজীব সিংহ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ” অন্যান্য
উপসর্গ বা ক্রনিক রোগে ভুগতে থাকা রোগীও
এখন হাসপাতালে ভর্তি হতে পারেন। একই সঙ্গে তাঁদের করোনা
পজিটিভ রিপোর্টও আসতে পারে। সেই রোগীর মৃত্যু হলে ঠিক কী কারণে সেই রোগীর মৃত্যু হয়েছে তা জানতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব নবান্নে বলেছেন, ‘‘আমরা কোভিড-১৯-এ সরাসরি
মৃত্যুর সংখ্যা জানিয়েছিলাম ৩ জন।
এখনও সেই সংখ্যা ৩- ই আছে। কো-মরবিডিটির বা অন্য উপসর্গের
জন্য ৪ জন মারা গিয়েছেন। এই
কেসগুলির ক্ষেত্রে ডেঙ্গির মতো বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছে। তাঁরা
মৃত্যু-অডিট করে বলবেন কোভিড-১৯-ই এই
মৃত্যুর কারণ কি না।’’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.