বিপদের সময় পাকিস্তানকে ধোঁকা দিল চিন

0
1

এবার পাকিস্তানকে বড় ধোঁকা দিল চিন। এন 95 মাস্কের বদলে আন্ডারওয়ার তৈরির কাপড়ের মাস্ক পাঠাল চিন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই খবর।

করোনা কোনও ভাবেই বাগে আনতে পারছে না ইমরান খানের সরকার। এই অবস্থায় চিনের ওপর ভরসা করেছিল পাকিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে মাস্ক চেয়েছিল পাকিস্তান। কিন্তু চিনের কাছ থেকে পেল আন্ডারওয়ার তৈরির কাপড়ের মাস্ক। একাজের জন্য চটেছে পাকিস্তান।
পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, সিন্ধু প্রদেশে পৌঁছেছে চিনের তৈরি ওই মাস্ক। পাক চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মাস্ক করোনা ঠেকাতে পারবে না। ওই মাস্ককে নিছকই ‘মজা’ বলে দাবি করেছেন তাঁরা।l