মারণ নভেল করোনাভাইরাসের জেরে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। এই ভাইরাসের হাত থেকে ছাড় পায়নি ভারতও। এখন করোনার হাত থেকে বাঁচতে শৃঙ্খল ভাঙার জন্য চলছে লকডাউন। ২১ দিনের জন্য এই লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা।

এমতাবস্থায় শরৎ বোস রোডের সিবিএসসি বোধি ভবন কলেজিয়েট স্কুলের তরফ থেকে শনিবার এবং রবিবার স্কুলের পার্শ্ববর্তী এলাকায় থাকা কিছু গরিব দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। শুধু তাই নয় দেওয়া হয়েছে বিনামূল্যে রেশনও। গতকাল ৪০ থেকে ৪৫ জনকে দেওয়া হয়েছে এই দ্রব্য সামগ্রী। আজ দেওয়া হয়েছে ৩৫ জনকে। এবং এখ বেশ কিছুদিন এমন ভাবেই রেশন দেওয়া হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। স্যানিটাইজার, মাস্ক তো থাকছেই সঙ্গে থাকছে বিস্কুটসহ খাবারও। সমস্ত দ্রব্য-সামগ্রী স্কুলের তরফ থেকেই দেওয়া হচ্ছে। যাতে আশেপাশের গরিব-দুঃস্থ মানুষরা এই সাহায্য পেতে পারে।





























































































































