করোনার জেরে ভারতে আটকে প্রায় ২৫০০ বাংলাদেশি

0
1

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে বাংলাদেশও গত ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করেছে। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে । এর ফলে ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে আসা প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকে পড়েছেন। অবশ্য তাঁদের নিয়মিত খোঁজখবর রাখছে বাংলাদেশ বিদেশমন্ত্রক।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ব্যাপক প্রভাবের প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিরা সজাগ দৃষ্টি রাখছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রতিবছর বিভিন্ন কারণে (চিকিৎসা, পর্যটন, শিক্ষা প্রভৃতি) ভারতে আসেন । নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় আড়াই হাজার।
হাইকমিশনের কর্মকর্তারা আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে বিভিন্নভাবে টেলিফোনে যোগাযোগ রাখছে। আটকে পড়া বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যায় পড়লে , হাইকমিশন তা সমাধানের চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে বলে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছে ।