হেঁশেল সামলে জনসেবা গৃহিণীর

0
1

কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদ বাক্য বাস্তব রূপ দিলেন সোদপুরের বাসিন্দা সোমা দাস। হেঁশেল সামলে নিম্নবিত্তদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি।

লকডাউন নিয়ে সমস্যার পড়েছেন একাংশের মানুষ। তাঁদের পাশে দাঁড়ালেন সোদপুরের গৃহিণী। লকডাউন পরিস্থিতিতে নিম্নবিত্তদের মুখে তুলে দিচ্ছেন খাবার। কারোর পরিবারের সদস্য অন্য রাজ্যে কাজ করেন ফিরতে পারেনি, সেই সব পরিবারকে চাল,ডাল,তেল, মশলা, ও নগদ টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন।

ব্যবসার কাজে ব্যস্ত থাকেন স্বামী কমল দাস। সোদপুর আই সি রোডে প্রজাতন্ত্র পল্লী এলাকার বাসিন্দা সোমা তাই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। এখনও পর্যন্ত বেশ কিছু পরিবারকে সাহায্য করছেন। চাহিদা অনুযায়ী আরও কিছু পরিবারকে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী।