করোনা ঠেকাতে তথ্য দেবে গুগল

0
3

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিন রাত এক করে কাজ করছেন চিকিৎসাবিজ্ঞানী, গবেষকেরা। তাঁদের সাহায্য করতে এবার এগিয়ে এল গুগল। শুক্রবারই গুগল প্রকাশ করেছে ‘কোভিড-১৯ কমিউনিটি মোবিলিটি রিপোর্টস’। রিপোর্টে গুগোল দেখিয়েছে, লকডাউন মেনে চলে পৃথিবীর ১৩১ দেশে কীভাবে গণপরিসরে মানুষের উপস্থিতির হার কমেছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, কোন কোন জায়গায় লকডাউন সফল হচ্ছে, কতটা হচ্ছে সেই আন্দাজ পেয়ে গোষ্ঠী-সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ করতে প্রশাসনের সুবিধা হবে। একসঙ্গে এই রিপোর্ট থেকে স্পষ্ট হবে, গত দেড়-দু’মাস ধরে কীভাবে উপস্থিতির হার কমেছে। গুগল এই রিপোর্টে গণপরিসরকে বিনোদনের জায়গা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান, পার্ক, গণপরিবহণের কেন্দ্র, কর্মক্ষেত্র ও বাড়ি এই ছ’টি ভাগে ভাগ করেছে।