নির্দিষ্ট কোনও প্রশাসনিক বা অর্থনৈতিক ঘোষণা নয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও-ভাষণটি মূলত দেশবাসীর আস্থা জোগানোর ও মনোবল বাড়ানোর লক্ষ্যে। দেশজোড়া ২১ দিনের লকডাউন পরিস্থিতিতে দেশবাসীর মনে একদিকে যখন করোনা সংক্রমণের আতঙ্ক তখন অন্যদিকে তীব্র হচ্ছে আর্থিক সংকটের আশঙ্কাও। এমন জটিল সংকটে দেশের আমজনতা, বিশেষত গরিব মানুষের মনোবলকে চাঙ্গা রাখতেই রবিবার রাত নটায় বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন মোদি। করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় গোটা দুনিয়া যখন নাজেহাল, তখন ১৩০ কোটি ভারতবাসীর মহাশক্তির কথা বলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে যুদ্ধজয়ের ডাক দিলেন মোদি। প্রতীকী কর্মসূচির মোড়কে করোনার অন্ধকারে আশার আলো জ্বালানোর মানসিক শক্তি অর্জনের ভোকাল টনিক দিলেন। কঠিন পরিস্থিতিতে এই ঐক্যের বার্তা সাধারণ মানুষের মনোবল বাড়াতে কাজে লাগবে বলে আশা রাজনৈতিক মহলের।































































































































