কোল্ড ফগ মেশিনে ‘ভাইরাস মুক্ত’ শ্রীরামপুর

0
2

কোল্ড ফগ মেশিনের মাধ্যমে সানিটাইজ করার কাজ শুরু হল শ্রীরামপুর পুরসভা এলাকায়।করোনাভাইরাস মোকাবিলায় সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে শ্রীরামপুর পুরসভার উদ্যোগে এই প্রথম অত্যাধুনিক কোল্ড ফগ মেশিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয় শ্রীরামপুর পুরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায়। এতে এলাকা আরও ভালো করে সানিটাইজ করা যাবে বলে মত পুরসভার।