আজ, শুক্রবার থেকেই দেশবাসীর অ্যাকাউন্টে জনধন যোজনার টাকা ঢুকবে। লকডাউন পর্বে দেশবাসীর জন্য একগুচ্ছ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তারই একটি মহিলাদের জনধন যোজনা অ্যাকাউন্ট।
তবে এক সঙ্গে টাকা পাওয়া যাবে না। জনধন অ্যাকাউন্টধারী মহিলারাই এই টাকা পাবেন। কুড়ি কোটি মহিলার এই অ্যাকাউন্ট রয়েছে। আগামী তিন মাস প্রতিমাসে ৫০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এর জন্য সরকারের খরচ হবে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। আজ থেকেই টাকা পাঠানো হবে।
তবে সকলে একসঙ্গে টাকা পাবেন না। আগামী ৯ এপ্রিল অবধি ধাপে ধাপে টাকা পাঠানো হবে। ব্যাঙ্কের ভিড় এড়াতেই এই পদক্ষেপ। নয়া নিয়ম অনুযায়ী যাদের একাউন্ট নম্বর এর শেষ সংখ্যা ০ বা ১ তাদের প্রথম মাসের কিস্তি আগামীকাল ঢুকবে। যাদের একাউন্ট নম্বর ২-৩ রয়েছে তারা টাকা পাবেন ৪ তারিখ। অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৩-২ হলে পরের দিনই হাতে পাবেন টাকা। এইভাবে ৩এপ্রিল থেকে ৯ এপ্রিল, সাত দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।































































































































