কোভিড-১৯ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করল টাটা গোষ্ঠী

0
4

করোনার সঙ্গে লড়াইয়ে নেমেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। দিনরাত এক করে মানুষকে বাঁচানোর কাজ করে চলেছেন তাঁরা। এবার তাঁদের সাহায্যে এগিয়ে এলেন রতন টাটা।

ইতিমধ্যেই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১৫০০ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে টাটা গোষ্ঠী। এবার বৃহন্মুম্বইয় পুরসভা যেসব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন, তাঁদের থাকার ব্যবস্থা করা হল টাটাদের তিনটি বিলাসবহুল হোটেলে। কোলাবার তাজ হোটেল, বান্দ্রার তাজ ল্যান্ড এন্ড এবং কাফে প্যারেডের হোটেল প্রেসিডেন্ট এই তিনটি হোটেলে করোনা আক্রান্তদের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।