ফের দিলীপ ঘোষ একহাত নিলেন মুখ্যমন্ত্রীকে। বললেন, করোনায় মৃতের সংখ্যা নিয়ে এখন চাপাচাপি চলছে। কেন জেলায় জেলায় হাসপাতালগুলোতে বিক্ষোভ হচ্ছে? কেউ কোনও তথ্য দিতে পারবেন না। দেবেন একমাত্র মুখ্যমন্ত্রী। এটাই প্রমাণ করছে কিছুই ঠিক নেই। সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিকদের দিলীপ বলেন, আমি তো শুনলাম মুখ্যমন্ত্রীকে তির্যক প্রশ্ন করায় সাংবাদিকদেরও নবান্নে ১২ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। এটা কী আপনারাই বলবেন। আমিও চাই, রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে যাক। কিন্তু তার জন্য কেন আসল তথ্য চাপতে হবে!