১৪ দিন পরও কোভিড -১৯ পজিটিভ কণিকার

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ১১ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

0
1

করোনায় আক্রান্ত হয়েছেন গায়িকা কণিকা কাপুর। প্রায় ১৪ দিন ধরে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে থেকে সুস্থ হলেও তাঁর শেষ রিপোর্টে কোভিড – ১৯ পজিটিভ।

বুধবার হাসপাতালের ডিরেক্টর আরকে ধীমান এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন কণিকা কাপুর। তিনি নিজে জানিয়েছেন আগের থেকে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন। এদিকে শেষ রিপোর্টে সবাই আশা করেছিলেন কণিকার করোনা রিপোর্ট নেগেটিভ আসবে। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকসহ কণিকা নিজে যথেষ্ট হতাশ হয়ে পড়েছেন। উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে।