নগ্ন হয়ে মহিলা স্বাস্থ্য কর্মীদের অশ্লীল ইঙ্গিত, কাঠগড়ায় নিজামুদ্দিনের জমায়েতকারীরা

0
1

নগ্ন হয়ে মহিলা স্বাস্থ্য কর্মীদের অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ উঠল নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালে চিকিৎসাধীন নিজামুদ্দিনের একদল জমায়েতকারী। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে থুতু দেওয়ার অভিযোগ আগেই উঠেছে। কোয়ারেন্টাইন থাকা অবস্থায় হাসপাতালে ঘোরাফেরা করছে বলে অভিযোগ। হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, “নিজামুদ্দিনের যে সমস্ত জমায়েতকারীরা এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে, তাদের নিয়ে আমরা জেরবার। হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমনকী নিম্নাঙ্গে কোনও পোশাক রাখছে না। মহিলা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে বলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক উল্লেখ করেছেন। হাসপাতালের সাফাই কর্মীদের কাছ থেকে সিগারেট চাইছে আর দিতে না পারলেই দুর্ব্যবহার করতে শুরু করছে।

এ প্রসঙ্গে গাজিয়াবাদের এসএসপি কালানিধি নৈঠানি বলেন, “কোয়েরেন্টাইনে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ” এই অভিযোগের পর এম এম জি হাসপাতালে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের রাজকুমার গোয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।