করোনা-কালে জন্ম নেওয়া যমজের নাম রাখা হলো কোভিড ও করোনা

0
3

করোনা-দাপটে গোটা দুনিয়া স্তব্ধ৷ এই আতঙ্ককে স্মরণীয় রাখতে কঠিন সময়ে জন্ম নেওয়া যমজ সন্তানের নাম রাখা হল কোভিড এবং করোনা।

এই ঘটনা ছত্রিশগড়ের রাইপুর সরকারি হাসপাতালের। গত ২৭ মার্চ রাতে জন্ম হয় এই যমজ সন্তানের। তাদের মধ্যে একটি পুত্র এবং অন্যটি কন্যাসন্তান। এই দুই সদ্যোজাতের নাম রাখা হয়েছে কোভিড এবং করোনা।

দুই সন্তানের মা ২৭ বছরের প্রীতি বর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “লকডাউনের কারনে কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার পরে আমার দুই সন্তানের জন্ম হয়েছে৷ তাই আমার স্বামী এবং আমি এই জন্মকে স্মরণীয় করে রাখতে চেয়েছি”। প্রীতি বলেছেন, সব জটিলতা কাটিয়ে দুই সন্তানকে পেয়ে তাঁরা খুশি। এই কঠিন দিনের কথা কোনও দিনই ভুলে যাওয়ার নয়। তাই ‘বেমানান’ হলেও ছেলে এবং মেয়ের নাম এমন দিলাম”৷ প্রীতি বলেন, “ওদের জন্ম হওয়ার পর কয়েকজন হাসপাতালের স্টাফ এই নামেই ডাকতে শুরু করে। সেটা শুনে ভালোই লাগে৷ তাই আমাদের ছেলের নাম রাখি কোভিড এবং মেয়ের নাম করোনা। তবে পরে এই নাম পরিবর্তন করাও হতে পারে”। জানা গিয়েছে, ওই দম্পতির আসল বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা এখন ছত্রিশগড়ের পুরানি বস্তি এলাকায় থাকেন।