করোনায় আক্রান্ত কাজল-নাইসা! কী বললেন অজয় দেবগন?

0
1

বেশ কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন কাজল। সঙ্গে ছিল মেয়ে নাইসা। মুম্বই এয়ারপোর্টে তোলা তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রটে যায়, মা-মেয়ে দু’জনেই আক্রান্ত হয়েছেন করোনায়। যার জেরে প্রশ্নের সম্মুখীন হতে হয় মা – মেয়েকে।

এই নিয়ে মুখ খুললেন অজয় দেবগন। টুইটারে অজয় লেখেন, ‘‘কাজল এবং নাইসা দু’জনেই সুস্থ রয়েছে। যে খবর রটেছে তার কোনও ভিত্তি নেই এবং মিথ্যে।’’

পড়াশোনার সূত্রে দীর্ঘ দিন ধরেই সিঙ্গাপুরে রয়েছেন নাইসা। করোনা আতঙ্কে মেয়েকে আনতে যান কাজল। সিঙ্গাপুর থেকে ফেরার পর সরকারি নির্দেশিকা মেনে বাড়িতেই রয়েছেন তাঁরা। হোম কোয়রেন্টাইন বেশ ভাল ভাবেই উপভোগ করছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন ছবি।