ভারতীয় ও চিনাদের ভিসা না দেওয়ার আর্জি ট্রাম্পের কাছে

0
1

ভারতীয় ও চিনাদের ভিসা না দেওয়ার আবেদন জমা পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কর্মী সংগঠনের আর্জি, সরকার যেনো এবছর এইচ-১বি ও এইচ-২বি  ভিসা অনুমোদন না  করে।

এইচ-১বি ভিসার সাহায্যে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে। এই ভিসার মাধ্যমে ভারতীয় ও চিনা কর্মীদেরই কর্মসংস্থানের সুযোগ ঘটে। এইচ-২বি  ভিসার মাধ্যমে লাতিন আমেরিকার কর্মীদের নিয়োগ করেন মার্কিন ব্যবসায়ীরা।

করোনাভাইরাসের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে এই আবেদন করেছে মার্কিন প্রযুক্তি সংগঠনটি। সংস্থার বক্তব্য, তাদের এই দাবি আসলে সেই সমস্ত মার্কিন কর্মীদের সাহায্য করবে, যাঁরা এইচ-১বি ভিসার ফলে ক্ষতিগ্রস্ত হন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচ-১বি ও এইচ-২বি ভিসা এবছর বাতিল করলে বাইরের দেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী এদেশে আসতে পারবে না।