লকডাউন না মানলে গুলি করার হুঁশিয়ারি সরকারের

0
1

লকডাউন ভেঙে রাস্তায় বেরোলে গুলি করে মারার হুঁশিয়ারি সরকারের। ‘ট্রিগার হ্যাপি’ সরকার বলেও পরিচিত ফিলিপিন্সের রডরিগো দুতার্তে।

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন রডরিগো দুতার্তে। ভাষণ দিতে গিয়ে এমনটাই জানান সে দেশের প্রেসিডেন্ট। এরপরই দেশের লুজান দ্বীপে নেমেছে ভয়ের ছায়া। ইতিমধ্যে ওই দ্বীপে করোনা আক্রান্ত ২ হাজার। মৃত্যু হয়েছে ৯০ জনের। প্রেসিডেন্ট দুতার্ত বলেন, এই পরিস্থিতিতে কেউ লকডাউন না মানলে গুলি করে মারা হবে। তিনি জানান পুলিশকে দেওয়া হয়েছে এই নির্দেশ।

লুজান দ্বীপে করোনাভাইরাস ছড়াতে থাকায় সরকার দু মাস আগেই লকডাউন করে পুরো দ্বীপটিকে। কিন্তু সরকারি নিয়ম মানছে না অনেকে। বজায় রাখছেন না সামাজিক দূরত্ব। তার জেরে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এবার তাই কড়া বার্তা দিল সরকার।