কেরলে আটকে থাকা বাঙালি শ্রমিকদের বাংলায় বার্তা দিলেন শশী থারুর

করোনা আপডেট :২ এপ্রিল, সকাল ১০টা। বিশ্ব : আক্রান্ত ৯,১২,৯৮৯, মৃত ৪৫,৫৫১। দেশ : আক্রান্ত ১৮০৪, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

0
5

কেরলে আটকে পড়া বাঙালি শ্রমিকদের রাজ্য না ছাড়ার অনুরোধ জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিরুবনন্তপুরমের এই সাংসদ। সম্পূর্ণ বাংলাতে তিনি আটকে পড়া শ্রমিকদের কেরালা ছেড়ে না যাওয়ার আর্জি জানিয়েছেন।

থারুর বলেছেন, ‘আপনারা কঠিন পরিস্থিতিতে আছেন। কিন্তু আপনাদেরও বুঝতে হবে, এই সময় আপনাদের বাংলায় ফিরে যাওয়া সম্ভব নয়। সব রাজ্যের সীমানা বন্ধ। কেরল সরকার এবং আমরা আশ্বাস দিচ্ছি, আপনাদের খাবার, জল সব কিছু দেওয়া হবে। আপনারা যে যেখানে আছেন, সেখানেই থাকুন। চিন্তা করবেন না। কেরালার জনতা আপনাদের সঙ্গে আছে।’