নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারাদেশে। সংগঠন প্রধান মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এরইমধ্যে ভিডিওবার্তায় সংগঠনের প্রধান জানান, কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
সংগঠনের প্রধান ৫৬ বছর বয়সী মৌলানা সাদ কান্ধালভি করোনা আক্রান্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দুটো ভিডিও আপলোড করেছে। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, “মসজিদ মৃত্যুর জন্য সব থেকে পবিত্র জায়গা। করোনাভাইরাস আমার অনুগামীদের কোন ক্ষতি করতে পারবে না।” আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, এখন যা চলছে তা আসলে মানুষের পাপের ফল এই অবস্থায় আমাদের ঘরে থাকতে হবে ডাক্তার এবং প্রশাসনের কথা শুনুন। আমাদের সদস্যরা যেখানে আছেন সেখান থেকেই প্রশাসনের নির্দেশ পালন করুন। ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইন আছি। আপনারাও তাই থাকুন। এই কাজ ইসলাম বা শরিয়তের বিরুদ্ধে নয়।”
গত শনিবার থেকেই নিখোঁজ রয়েছেন মৌলানা সাদ। নিজামুদ্দিনের ঘটনা সামনে আসতেই মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই তালিকায় নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, এবং মহম্মদ আশরাফের। তাঁদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।
প্রসঙ্গত, করোনাভাইরাস রুখতে আরও বেশি করে জামায়াত করার ‘ আহ্বান ‘ জানিয়েছিলেন মৌলানা সাদ। তিনি বলেন, ” আমার সঙ্গে ৭০ হাজার পরী আছে। তাঁরা আমাকে বাঁচাবে না তো কে বাঁচাবে। তাই আরও বেশি জমায়েত করুন। একে অন্যের থেকে দূরে যাবেন না।”