খাঁ খাঁ করছে মুম্বাইয়ের রাস্তা, মাঝেই দেখা মিলল ময়ূরের

করোনা আপডেট :২ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৯,৫৯,৬৯০, মৃত ৪৯,১৫৪। দেশ : আক্রান্ত ২০৩২, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

0
3

চলছে লকডাউন। কারণ মারণ করনা ভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। ফাঁকা বহু রাস্তা। মুম্বাইয়ের রাস্তার একই অবস্থা। এরই মাঝে সেখানে দেখা মিলল ময়ূরের। মুম্বইয়ের বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনির এমনই একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। সেই পোস্টে দেখা যাচ্ছে তাঁর বাড়ির ছাদেও এসে বসেছে ময়ূর।

দেখুন সেই ছবি…