করোনার চিকিৎসায় এবার রাজ্যজুড়ে একটাই গাইডলাইন, মানতে হবে সব হাসপাতালকে

0
1

করোনা চিকিৎসায় এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্যজুড়ে করোনার চিকিৎসা কীভাবে হবে তার আদর্শ গাইডলাইন আজ, রাতের মধ্যেই জানানো হবে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে।

গতকাল, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর বিশিষ্ট চিকিৎসক ডঃ সুকুমার মুখোপাধ্যায় এবং অভিজিৎ চৌধুরী জানিয়েছিলেন, রাজ্যজুড়ে করোনার চিকিৎসায় একটি অভিন্ন গাইডলাইন তৈরি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পদ্ধতি বিভিন্নরকম হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না।

এদিকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ দেবাশিষ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অভিন্ন চিকিৎসার প্রোটোকল আজ সন্ধ্যার মধ্যেই তৈরি হয়ে যাবে। এবং সেই নির্দেশ বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।