এই কঠিন সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে মাইক হাতে গান গাইছেন হায়দরাবাদ, পুনে, মুম্বই পুলিশ। এ বার সেই দৃশ্য কলকাতায়, সৌজন্যে কলকাতা পুলিশ।
লকডাউনে আমরা সবাই ঘরে৷ আমাদের নিশ্চিন্তে রাখতে পথে পুলিশ। সেই পুলিশই এ বার গান গেয়ে জানালো, “আমরা করবো জয়”।
এন্টালি থানার পুলিশ বুধবার থানার পাশে এক বহুতল কমপ্লেক্সের সামনে গাইলেন ‘উই শ্যাল ওভারকাম’৷ এই সংকটকালে মানুষকে চিন্তামুক্ত করতে এন্টালি থানার ওসি দেবাশিস দত্তর নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছিলো৷ রীতিমতো মাইক হাতে এক সাব-ইনস্পেক্টরকে এই গান গাইতে তো দেখা গেল৷ রাস্তায় রাখা বক্সে সেই গান ছড়িয়ে গেলো৷ লাগোয়া ঘরবন্দি মানুষ ব্যালকনি-জানলায় দাঁড়িয়ে গলাও মেলালেন৷




























































































































