এমনিতেই সখ্যে টান পড়েছিল।চড়া শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে তু তু ম্যায় ম্যায় চলছিল বেশ কিছুদিন ধরেই। একে হনুমানে রক্ষে নেই সুগ্রীব দোসর। সেই টানাপোড়েনের মধ্যেই সম্পর্কের নতুন কাঁটা করোনাভাইরাস।বিশ্বজুড়ে এই অতিমারির জন্য মার্কিন সরকার দায়ী করেছে চিনকেই। তাই এবারের চিন থেকে ব্যবসাপাতি গোটানোর সিদ্ধান্ত নিয়েছে বেশকিছু মার্কিন সংস্থা। আর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির লড়াইয়ে আখেরে লাভ হতে চলেছে ভারতের। কারণ চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতকেই উৎপাদন ক্ষেত্র বানাতে চাইছে মার্কিন সংস্থা গুলি।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের একটি যৌথ রিপোর্ট থেকে এমনটাই জানা গেছে। তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও আছে। এতদিন মার্কিন বাজারে বেশ কিছু পণ্য ভারত বিনাশুল্কে রফতানি করতে পারতো। তার ওপর নিষেধাজ্ঞা আনে ট্রাম্প সরকার। ভারতের দাবি পরিস্থিতি আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সিআইআই এবং ইউএসআইবিসি রিপোর্টেও বলা হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যা মিটিয়ে ফেলতে পারলে আখেরে লাভ দুই দেশেরই।তার জন্য মঙ্গলবার ৫০ হাজার কোটি ডলারের একটি রূপরেখাও প্রকাশ করেছে সিআইআই এবং ইউএসআইবিসি।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসলে দু’দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত যা হয়ে ওঠেনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে চিন থেকে ২০০ টি মার্কিন কোম্পানি ব্যবসা গোটাতে চাইলে, ভারতের সঙ্গে ব্যবসার সম্ভাবনা প্রশস্ত হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































