কলকাতা হাইকোর্টে প্রথম স্কাইপ-শুনানিতে জুড়ে গেলো দেশের ৪ শহর

করোনা আপডেট :২ এপ্রিল, সকাল ১১টা। বিশ্ব : আক্রান্ত ৯,১২,৯৮৯, মৃত ৪৫,৫৫১। দেশ : আক্রান্ত ১৮০৪, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

0
4
কলকাতা হাইকোর্টে স্কাইপ-শুনানি চলছে৷ এজলাশে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি৷ ( ছবি: হাইকোর্টের সৌজন্যে )

লকডাউনে সব কিছু বন্ধ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট বুধবার প্রথম স্কাইপ- প্রযুক্তি কাজে লাগিয়ে এজলাশ চালু রাখলো। প্রধান বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি জয়মাল্য বাগচি এইভাবেই শুনেছেন মামলা৷

লকডাউনে আন্দামানে চূড়ান্ত অব্যবস্থা চলছে বলে অভিযোগ করে তার প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিলো। ওই মামলা জরুরি হিসাবে গ্রহণ করে এ দিন তার শুনানি করে হাইকোর্ট। স্কাইপ প্রযুক্তিকে হাতিয়ার করে বিচারপতিরা কলকাতায় বসে ওই মামলা শুনলেন৷ আর কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী দিল্লি ও অন্য এক আইনজীবী গোয়ার একটি শহর থেকে নিজেদের বক্তব্য জানালেন আদালতকে। আর মামলার আবেদনকারীর আইনজীবী শুনানিতে অংশ নিলেন আন্দামান থেকে৷ কলকাতা হাইকোর্টে এদিনের এই মামলার স্কাইপ- শুনানিতে জুড়ে গেল দিল্লি, আন্দামান ও গোয়ার শহর। হাইকোর্টে কোনও মামলার শুনানিতে এই প্রথম স্কাইপ ব্যবহার করা হয়েছে৷

এই মামলা ছাড়াও আরও কয়েকটি মামলার শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি জয়মাল্য বাগচি স্কাইপ- পদ্ধতিতেই শুনেছেন বেশ কয়েকটি মামলা৷ সব ক্ষেত্রেই আইনজীবীরা স্কাইপের মাধ্যমে কেউ বাড়ি, কেউ বা নিজের চেম্বারে বসে শুনানিতে অংশ নেন।