BREAKING : এ বছর অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পরের ক্লাসে উত্তীর্ণ, ঘোষণা রাজ্য সরকারের

0
1

করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যে সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। কাউকে আগের ক্লাসে আটকে রাখা যাবে না বলে শিক্ষা দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

নবম এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও উচ্চমাধ্যমিকে এখনও কয়েকটি বিষয়ে বাকি রয়েছে। নিয়ে কী করা যায় তা আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে।

লকডাউনে বন্ধ স্কুল। সিলেবাস এগোনো যাচ্ছে না। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে অনলাইনে তাদের পড়ানো যায় কি না সেই বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবারই সিবিএসসি বোর্ড জানিয়ে দিয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

দেখুন কী বললেন শিক্ষামন্ত্রী…