লকডাউন প্রচারে পুলিশকে নরম-গরম থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিকে আইন মানাতে পুলিশকে লাঠি ধরতে হয়। পুলিশের এই ভূমিকার অনেকে সমালোচনা করলেও, অনেকে আবার সমর্থনও করেছিলেন। কিন্তু এখন পুলিশ মারমুখী নয় বরং আবেদন-নিবেদনেই বেশি ভরসা রাখছে। আর তার জন্য মাইক হাতে রাস্তায় নেমে গান গাইছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বুধবারই দেখা গিয়েছিল দক্ষিণ কলকাতার রাস্তায় হাতে মাউথপিস নিয়ে “উই শ্যাল ওভারকাম” গাইছেন থানার ওসি। আর বৃহস্পতিবার একডালিয়াতে অঞ্জন দত্তের সুপারহিট গান ‘বেলা বোস’-এর আঙ্গিকে নতুন গান গাইলেন গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা। তাতে চেনা ফোন নম্বর 2441139-এর জায়গায় বলা হল পুলিশের হেল্পলাইন নম্বর। বলা হল “বাড়িতে থাকুন, বাড়িতে থেকেই করোনা যুদ্ধের মোকাবিলা করুন”। কলকাতা পুলিশের এহেন রূপ আগে বোধহয় কখনও দেখেনি শহরবাসী। সেই কারণে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, মোবাইলের টর্চ জ্বালিয়ে রীতিমতো পুলিশকর্মীদের অভিনন্দন জানালেন তাঁরা। তবে একশ্রেণীর মানুষের চরম উদাসীনতা এবং আইনভাঙার প্রবণতা পুলিশের এই সদিচ্ছাকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।




























































































































