করোনা সচেতনতা প্রচারে গিয়ে আক্রান্ত আশা কর্মী

0
2

করোনা নিয়ে সচেতনতা প্রচার করছিলেন আশা কর্মী। সেই কাজে নেমে আক্রান্ত হতে হল তাঁকে। ঘটনাস্থল বেঙ্গালুরুর সাদিক এলাকার। অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার বাজিয়ে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে প্রচার করা হয়। শুধু তাই নয় মারধর করা হয় স্বাস্থ্য কর্মীদের।

বাড়ি বাড়ি ঘুরে করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। স্বাস্থ্যকর্মীরা করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। এদিন এ কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা আশা কর্মী। ভিডিওবার্তায় ওই আশাকর্মী জানিয়েছেন, “পাঁচ বছর ধরে আশা কর্মী হিসেবে কাজ করছে। করোনা আতঙ্ক শুরু হলে সাদিক এলাকায় এই সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সচেতনতা কাজ করছিলাম। কাজ করার সময় এক ব্যক্তি আমাকে কাজ বন্ধ করতে বলেন।
হেনস্থা করেন অঞ্চলের বাসিন্দারা। এমনকী ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কাজ বন্ধ করতে বলা হয়। মোবাইল পর্যন্ত কেড়ে নেয় ওরা।”

নিগৃহীত ওই আশাকর্মীর ভিডিওটি টুইট করেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী এস শ্রীরামালু। তিনি লেখেন, “চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ করছেন। যারা আশাকর্মীকে
হেনস্থা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”