থাকার ঘর নেই , হোম কোয়ারেন্টাইনের জন্য ভরসা ভাঙা নৌকা

0
1

সকাল থেকে রাত্রি। এখন নৌকাতেই বাস কীর্তনীয়া নিরঞ্জনের। শনিবার মালদহের হবিবপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন নদীয়ার কীর্তনীয়া নিরঞ্জন হালদার।
ভিন জেলা থেকে এসেছেন, তাই স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়েছিল গ্রামবাসীদের দাবিতে।স্বাস্থ্যকর্মীরা নিদান দিয়েছিলেন ‘হোম কোয়ারেন্টাইন’-এ থাকতে। আত্মীয়ের বাড়িতে জায়গা নেই , অগত্যা বৃদ্ধের ঠাঁই হলো ভাঙা নৌকায়। হবিবপুর ব্লকের ডুবাপাড়া গ্রামের গা ঘেঁষে বয়ে চলেছে টাঙন নদী। শুখা মরসুমে কচুরিপানায় ছেয়ে যায়। সেখানে ঘাটে বাঁধা নৌকাই এখন ঘরবাড়ি নিরঞ্জন হালদারের। অবশেষে বিষয়টি স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে আসে।আত্মীয়ের দাবি, দুটো মাত্র ভাঙ্গা ঘর। নিরঞ্জন বাবুকে ঘর ছাড়তে হলে তাাঁদের স্ত্রী-পুত্র নিয়ে বেরাতে হবে রাস্তায়।আপাতত স্থানীয় কোনও স্কুলে নিরঞ্জন বাবুর থাকার ব্যবস্থা করার চেষ্টা করছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।