আজ থেকে টানা তিন দিন মহারাজ রাস্তায়

0
1

৫০ লক্ষ টাকা আগেই দিয়েছিলেন করোনা তহবিলে। এবার লকডাউনে থাকা মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে টানা তিনদিন রাস্তায় নামছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার ও কাল এবং পরশু অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার টানা এই কর্মসূচিতে রাজ্যের দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। একটি চাল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মযজ্ঞে নামছেন তিনি।

বুধবার : দুপুর আড়াইটে নাগাদ বেলুড় মঠে কর্মসূচি। দুঃস্থদের হাতে তুলে দেবেন চাল ও অন্যান্য খাবার সামগ্রী।

বৃহস্পতিবার : রাসবিহারী রোডে ভারত সেবাশ্রম সঙ্ঘে বিকেলে একইভাবে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।

শুক্রবার : শুক্রবার বিকেলে একটি এনজিও সংস্থার মাধ্যমে চাল বন্টন। এছাড়া যেসব এনজিও এই সময়ে কাজ করছে, তাদের হাতেও চাল তুলে দেবেন সৌরভ।