করোনার কারণে উচ্চ মাধ্যমিকের খাতা পরীক্ষা মাঝপথে বন্ধ হয়েছিল। এবার হয়ে যাওয়া পরীক্ষাগুলির খাতা বন্টনের সময়ও পিছল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৪এপ্রিল অবধি খাতা শিক্ষক-শিক্ষিকাদের বন্টনে স্থগিত রাখা হল। ১৪ অথবা ১৫ এপ্রিল নয়া সিদ্ধান্তের কথা জানানো হবে।