বেতন ও পেনশনের জন্য প্রয়োজন অর্থ, অনুদান চাইলেন মুখ্যমন্ত্রী

0
3

২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের কাছে যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে, তাও দ্রুত মেটানোর আর্জি জানানো হয়েছে।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সরকারি কর্মীদের বেতন এবং পেনশন বাবদ প্রচুর অর্থের প্রয়োজন। লকডাউন ও করোনা মোকাবেলায় রাজ্য সরকারের প্রচুর টাকা ব্যয় হচ্ছে। এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলি সরকারি কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সেটা করেনি। এখন কর্মীদের বেতন এবং পেনশন বাবদ সরকারের অর্থের প্রয়োজন। সে কারণেই বাংলার জন্যে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।