লকডাউন পরিস্থিতিতে সচেতন ভূমিকায় ‘সস্তা সুন্দর’

0
1

লকডাউনে গৃহবন্দি জনজীবন। এই পরিস্থিতিতে বাড়ির দরজায় নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধের দরকার হচ্ছে অনেকেরই; বিশেষ করে যাঁরা বয়স্ক এবং যাঁদের বাড়িতে লোক সংখ্যা নিতান্তই কম। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে একটি অনলাইন শপিং অ্যাপস। ‘সস্তা সুন্দর’ নামে ওই সংস্থা প্রয়োজন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধ ন্যায্যমূল্যে পৌঁছে দিচ্ছে। ‘সস্তা সুন্দর’ নাকতলা শাখার ভূমিকা উল্লেখযোগ্য। কিছু সুযোগ সন্ধানী যখন কালোবাজারির চেষ্টা করছেন, সেই পরিস্থিতিতে ‘সস্তা সুন্দর” এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শুধু বাড়িতে জিনিস পৌঁছে দেওয়াই নয়, জনসচেতনতার কাজ করছেন তাঁরা। জনসাধারণকে বাড়িতে থাকতে অনুরোধ করছে ‘সস্তা সুন্দর’। একই সঙ্গে তারা বলছে, কিছু প্রয়োজন হলে যেন তাদের বলা হয়। সাধারণ মানুষ যেন রাস্তায় বেরিয়ে ভিড় না বাড়ান। অন্যান্য আরও সংস্থা এভাবে এগিয়ে এলে লকডাউন পরিস্থিতিতেও কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন বলে মনে করছেন অনেকে।