পেলব কটিদেশে প্রজাপতি ট্যাটু । লাল গেন্দা ফুল গানে আগুন ঝরাচ্ছেন জ্যাকলিন। ইউটিউবে কোটি কোটি ভিউ। মানে কোটি কোটি টাকা। অপরদিকে গানের মূল স্রষ্টা রতন কাহার দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই চালাচ্ছেন। সম্প্রতি ব়্যাপার বাদশা ভার্সেস রতন কাহার বিতর্কে মজেছে বাংলা। রতন কাহারের গানের লাইন ব্যবহার করার পরেও তার সামান্য প্রাপ্য সম্মানটুকু দেননি এই rap সিঙ্গার। সমালোচনায় ফেটে পড়ে নেটি জন। প্রতিক্রিয়ার চাপে পড়ে আপাতত ক্ষমাপ্রার্থী বাদশা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লাইভে এসে বাদশা জানান তিনি রতন কাহারকে সাহায্য করতে চান। অপরদিকে শিল্পী রতন কাহার জানিয়েছেন লাল গেন্দা ফুলের প্রতিটি ছত্র তার লেখা। সুতরাং তিনি চাইবেন যেন বাদশা নিজে থেকে তার সাথে যোগাযোগ করেন। যদিও গানের লাইন চুরি করার ক্ষেত্রে বাদশার বক্তব্য, তিনি একজন পাঞ্জাবি গায়ক। দেশের প্রতিটি ভাষার সংস্কৃতিকে তিনি সম্মান করেন। এই গানটি রতন কাহারের লেখা বলে তিনি জানতেন না। তিনি গানটি কে ব্যবহার করেছেন প্রচলিত বাংলা লোক সংগীত হিসেবে। লকডাউন না থাকলে এতদিনে তিনি রতন বাবুর সঙ্গে দেখা করে নিতেন বলে জানিয়েছেন বাদশা।