দাম বাড়ল তেলের

0
2
প্রতীকী ছবি

করোনা হামলার জেরে লক ডাউন। অর্থনীতির দফারফা। তবে পৃথিবী জুড়ে তেলের দামের রেকর্ড পতন হলেও ভারতে পেট্রল-ডিজেলের দাম বাড়ল। অনুমান অর্থনীতিকে সামাল দেওয়ার প্রাথমিক চেষ্টা। বুধবার সকালে তেল সংস্থাগুলি তেলের দাম বাড়িয়ে দিল। পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়ল। আর ভর্তুকিহীন গ্যাসের দাম কমলো সিলিন্ডার প্রতি ৬৫ টাকা।পেট্রলের দাম হল লিটার প্রতি  73.30 টাকা   এবং    ডিজেল লিটার প্ররতি ততর  65.62  টাকা।