করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের সঙ্গী হলেন নরেন্দ্র মোদির মা। ব্যক্তিগত সঞ্চয় থেকে ২৫হাজার টাকা আর্থিক সাহায্য দিলেন হীরাবেন। পিএম কেয়ারস ফান্ডে এই অর্থ তিনি পাঠিয়ে দিয়েছেন। পিএম কেয়ারস ফান্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজেই। এছাড়া সদস্য প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী। গতকালই এই ফান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৫লক্ষ টাকা। গুজরাটের গান্ধীনগরে থাকেন প্রধানমন্ত্রীর মা।