করোনা-পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবারের এই পর্যালোচনা বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বুধবার কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন মোদি। করোনাভাইরাস সংক্রমণ এবং লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মত বিনিময় করার কথা প্রধানমন্ত্রীর৷
নির্দিষ্ট কারন উল্লেখ করেই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যের কথা শোনা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, তাই ওই ভিডিও কনফারেন্সে আমি থাকছি না।”
গত ২০ মার্চ করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মোদি। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি করোনা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যগুলিও তুলে ধরেন।





























































































































