এলেন ডিএম, কাল থেকে অ্যাডামাসে কোয়ারান্টাইন কেন্দ্র

0
1

দেশের মধ্যে নজির গড়ে করোনাযুদ্ধে সরকারের পাশে দাঁড়ালো বারাসাতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার জেলাশাসক পুরো টিম নিয়ে পরিদর্শন করেন। সুরক্ষিত পরিকাঠামো দেখে প্রশাসন মুগ্ধ। বৃহস্পতিবার থেকে ৫০০ জনকে আলাদা নজরদারিতে রাখার ব্যবস্থা হচ্ছে। সংখ্যা বাড়বে।

মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিলে ১০ লাখ টাকা দান ছাড়াও ক্যাম্পাসের একাংশ করোনাযুদ্ধের হাসপাতাল করার প্রস্তাব দিয়েছিলেন আচার্য শমিত রায়। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করেন।

এবার কোয়ারান্টাইনে থাকা ৫০০ জনের প্রথম ১০ দিনের যাবতীয় খাওয়াদাওয়ার দায়িত্বও নিল বিশ্ববিদ্যালয়।

এখানে ১০০০ বেড, ৩০ ডাক্তার, ৬০০ নার্স থাকার সুবিধে আছে।
এর জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই।

পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কৃত অ্যাডামাস যেভাবে এই কঠিন দিনে এগিয়ে এসেছে, তা নতুন ইতিহাস রচনা করছে।
সরকারি সূত্রে খবর, তাদের যে কর্মীরা এর সঙ্গে জড়িত থেকে কাজ করবেন, তাদের সরকারি স্কিমে বীমার আওতায় আনার কথা ভাবা হচ্ছে।