করোনাযুদ্ধের এই কঠিন সময়ে লকডাউনপর্বে বিশ্বের বুকে প্রথম সম্পূর্ণ ই-বুক প্রকাশিত হল বাংলা থেকে, বাংলা ভাষায়। নাম-” হাফ ডজন গপ্পো”। লেখক কুণাল ঘোষ। বুধবার হল অভিনব উদ্বোধন। পূর্বঘোষিত সময়ে ফেস বুক লাইভে এসে তিনি নতুন ওয়েবসাইটের লিঙ্ক দেন। একসঙ্গে বিশ্বব্যাপী অসংখ্য পাঠকপাঠিকা এই সাইট খুলে এটি উদ্বোধন করেন। ” ইরিডার্স” নামক সাইটেই রয়েছে বইটি। বিস্ময়কর প্রযুক্তির ব্যবহার। এই সাইট ইবুক প্রকাশ করবে এবং এখানে পাবেন পাঠকরা। নতুন বইয়ের তথ্যপ্রযুক্তি কারিগর আজরা খান এবং অলংকরণ সৃঞ্জয় পাল। লিঙ্ক https://ereaders.co.in




























































































































